নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বজ্রপাতে মোছা:হেনা অাক্তার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
অাজ (৪ মে) দুপুরে উপজেলার তাউশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেনা আক্তার তাউশি গ্রামের কাতার প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী।
জানা যায়, অাজ দুপুরে বৃষ্টির মধ্যে বাড়িতে ধান নিয়ে আসেন প্রবাসীর স্ত্রী হেনা অাক্তার। এ সময় তিনি বজ্রপাতের কবলে পড়েন। গুরুতর অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান।