চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে ধামালি সাংস্কৃতিক সংগঠন ও পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় “ভালবাসা গান কবিতা ও গল্পকথা” সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণ পাঠাগারে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উদ্যোগে পদক্ষেপ গণপাঠাগারে গতকাল সন্ধ্যায় ৭ ঘটিকায় সাহিত্য-আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সমান্বানয়ক ও কবি সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে এবং ধামালি’র সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মোস্তাক আহম্মদের পরিচালনায় উপস্থিত ছিলেন গ্রুপ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ বিদুৎ পাল, ধামালি সাধারণ সম্পাদক মামুন তালুকদার, পদক্ষেপ গণপাঠাগারের সেক্রেটারি হুমায়ুন কবীর মিলন, কবি রাজু বিশ্বাস, কবি ও সাংবাদিক রায়হান আহমেদ, কবি হারুন সাঁই, কবি ইউনুছ আকমল, কবি কামাল আহমদ, আবৃত্তিকার তারেক আহমদ, আবৃত্তিকার হাবিবুর রহমান, কবি কাউসার খসরু, কবি এস এম মিজানুর রহমান প্রমুখ।