1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

লাইফসাপোর্টে আছে নতুন ব্রীজ গোল চত্তর ও চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কটি

ফয়সল আহমেদ তারেক : চুনারুঘাট উপজেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তর এরিয়া ও শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট মুখি পুরাতন ঢাকা সিলেট হাইওয়ে রাস্তাটির বেহাল দশা হয়ে মরণ ফাঁদে পরিনত হয়েছে। রাস্তায় প্রায় অনেক জায়গার কার্পেটিং উঠে গিয়ে শত শত গর্তের সৃষ্টি হয়েছে। সে সাথে রাস্তা চলাচলে একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন এই পথেই চলাচল করছে। রাস্তায় চলতে গিয়ে হরহামেশা দুর্ঘটনার স্বীকারও হচ্ছেন অনেকে। স্থানীয় জনসাধারন গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর আগে সংস্কার হওয়ার পর আবারও ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। কোথাও কোথাও এতই বেহাল দশা যে গাড়িই চলতে পারে না। প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, এম্বোলেন্স, মাইক্রো, চার্জার ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তাটিতে চলতে গিয়ে পথচারিদের যেমন সময়ের অপচয় হচ্ছে, ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি। বর্ষা মৌসুম শুরুর হওয়ার পর থেকেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অপেক্ষাকৃত ভালো রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে সেখানে। দীর্ঘদিন থেকে সংস্কার ও উন্নয়নমূলক কাজ না-হওয়ায় রাস্তার এখন বেহাল দশা। এই সড়কে বিভিন্ন গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এর পরও কর্তৃপক্ষের টনক নড়ছে না। এছাড়া শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে হাইওয়ে থানা পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন স্থান দখল করে ফেলে রাখা হয়েছে বালি ও পাথর। আর কতটা দুর্ভোগ পোহালে প্রশাসনের টনক নড়বে এটাই এখন দেখার বিষয়। সড়কের বেহাল অবস্থার কথা আর কি বলবো, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এদিকে সব সময় আসা-যাওয়ার পথে দেখার পরও স্থানীয় প্রশাসন থেকে কোনো পদক্ষেপ সাধারণ মানুষের নজরে আসেনি। উপজেলার গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল ও করুণ দশার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

     এই ক্যাটাগরীর আরো খবর