চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে দুই বস্তা গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (২১ মে) রাত ৮ টায় উপজেলার মধ্য বাজারের গোলচত্বর থেকে দুই বস্তা গাজাঁ ও একটি প্রাইভেট কার আটক করা হয়।
আটককৃতরা হলেন– সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াজখালী গ্রামের মৃত কাদের মিয়া পুত্র খোরশেদ আলী (২২) ও পশ্চিম হাজীপাড়া গ্রামের মৃত আ: মান্নানের পুত্র আঃ কাদের(২০)।
জানা যায়, গোপন সংবাদের ভিতত্তিতে থানার এসআই সুমুনুর রহমান, এ এসআই রিপন ও রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ মধ্য বাজারে অভিযান চালিয়ে দুই বস্তায় প্রায় ২০ কেজি গাঁজাসহ তাদের বহনকৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো ভ – ০২-১৬০৩) আটক করেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমেরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।