জনমত নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানের পর গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে। তাকে বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়।
গত বুধবার যুগান্তরে তাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি তুলে ধরে ‘পাথর রাজ্যের দুই ওসির বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই দুই ওসির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
সিলেটের পাথর রাজ্যের দায়িত্বে থাকা দুই ওসিকে নিয়ে সংবাদ প্রকাশ হলে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে তোলপাড় শুরু হয়। দৌড়ঝাঁপ শুরু হয়েছে দুই ওসির সুবিধাভোগী পাথরখেকোদের মধ্যে।
সূত্র : দৈনিক যুগান্তর।