বানিয়াচঙ্গ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল করিম হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল করিমসহ কয়েকজন ধানকাটা শ্রমিক গুণই গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যান। বিকেলে ধানকাটা থেকে ফিরে আসার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় করিমের।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।