মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ডিবি পরিচয়ে এক বালু ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুজনের পিতা দেওয়ান রফিক মিয়া জানান, রোববার (২৭ মে) দুপুর ১২ টার দিকে তার ছেলে দেওয়ান সুজন মাধবপুর প্রাইম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কুমিল্লা সিলেট বাসে করে রওয়ানা দেয়।
এ সময় হাড়িয়া নামক স্থানে একটি মাইক্রোবাস দিয়ে একদল ছিনতাইকারী কুমিল্লা-সিলেট বাসটি গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুজনকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে।
পরে সুজনকে মারধর করে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা রেখে বিজয়নগর উপজেলার বাড়িউড়া ফেলে চলে যায়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।