নুর উদ্দিন সুমন : সিলেটে সহকারী কমিশনার (ভূমি)গণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (রবিবার ১০জুন) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ০২ নং ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব), ইয়াসমিন নাহার রুমার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মৃনাল কান্তি দেব। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় পরিচালক মো: মতিউর রহমান, সেটেলমেন্টের সিলেট জোনাল অফিসার, এস এম জাকির হোসেন।
পরিবার পরিকল্পনার সিলেট বিভাগীয় পরিচালক মো: কুতুব উদ্দিন, সিলেট বিভাগীয় স্থানীয় সরকার উপ-পরিচালক, জাকারিয়া চুনারুঘাট উপজেলা কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার সহ ৪ জেলার সকল সহকারী কমিশনার (ভূমির) কর্মকর্তাবৃন্দ।