1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

হবিগঞ্জে সাংবাদিক সেলিমের পিতা আর নেই

নিজস্ব প্রতিনিধি : এস এ টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুর রউফ সেলিমের পিতা আলহাজ্ব রুছমত আলী মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্ষ্যজণিত কারণে মারা যান তিনি।

আজ বাদ যোহর মরহুমের নিজ বাড়ীতে জানাযা অনুষ্টিত হবে।

মোহনা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া উনার মৃত্যুর বিষয়টি জনমত নিউজকে নিশ্চিত করেছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর