রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির আমুরোড বাজারে মাদক, চুরি-ডাকাতি ও সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে এ বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। সভায় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, আওয়ামীলিগের সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সেক্রেটারি কেএম আনোয়ার হোসেন, আমুরোড বাজার সভাপতি আব্দুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা হাছন আলী, সাংবাদিক নুরুল আমিন, ইউপি সদস্য দুলাল ভুইয়া, আব্দুর রউফ, শফিকুর রহমান সাফু সহ আরো অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কিছুদিন যাবত উপজেলার আহম্মদাবাদ ইউপিতে ব্যাপক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু সহ এলাকার লোকজন রাতে না ঘুমিয়ে পাহাড়াও দিচ্ছেন কয়েকদিন ধরে। মাদক, চুরি-ডাকাতি ও সকল অপরাধমূলক কাজ নির্মূল করার লক্ষেই মূলত এ বিশেষ আইন-শৃঙ্খলা অনুষ্ঠিত হয়েছে।