চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০টায় একাডেমীর প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী।
প্রতিষ্টাতা অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল মিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, মাধবপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক তালুকদার কাজল,
শায়েস্তাগঞ্জ নতুনব্রীজস্থ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আক্তার মিয়া, বিশিষ্ট মুরুব্বী মোঃ আইয়ুব আলী, ঘরগাঁও ইউনিক কিন্ডার গার্টেনের প্রতিষ্টাতা অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, দুর্গাপুর বাজারের গ্রাম বাংলা ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আঃ রহিম তাহির, দুর্গাপুর আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনেরর অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কিন্ডার গার্টেনের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুরুল আমিন,
মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন, হবিগঞ্জ রিচি চেরাগ আলী কলেজের অর্থনীতির প্রভাষক মোঃ হামিবুর রহমান তালুকদার, উবাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মোশাহিদ আহমেদ মাসুক, রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা আক্তার, মোছাঃ সুবেদা আক্তার, সহকারী শিক্ষিক নবীউর হোসেন, সহকারী শিক্ষিকা মোছাঃ সেলিনা আক্তার, মোছাঃ ফারজানা আক্তার,
অভিভাবক নুর ইসলাম, তাজুল ইসলাম, মহিবুর রহমার, আঃ হাই, সোমা চৌধুরী, লিপি আক্তার, হামিদা খাতুন, আম্বিয়া খাতুন, উবাহাটা ইউনিয়ন ছাত্রদল নেতা মঞ্জিল হোসেন সোহাাগ, রুবেল মিয়া, মোজাম্মেল হোসেন ও হেলাল উদ্দিন প্রমুখ।
প্রথমে কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, রঘুরামপুর জামে মসজিদের খতিব হযরত মাওঃ সাইফুল ইসলাম। অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলামের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন, উপ-সহকারী প্রকৌশলী।
পরে চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী বৃত্তি প্রাপ্ত ৩টি ১ম স্থান ও ৫টি সাধারণ স্থান অর্জনকারী ও একাডেমীর নার্সারি (শিশু শ্রেণী) থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে সম্মানত ক্রেস্ট প্রদান করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।