চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। আজ শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন। পরে তিনি দূর্গা বিসর্জন ঘাটও পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, সাংবাদিক নুরুল আমিন সহ দলীয় নেতা-কর্মীরা।
পরিদর্শনকালে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তিনি জনগণের কাছে তুলে ধরেন এবং নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি ইতোমধ্যে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা করেছেন।