চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে ‘শেখ রাসেল সিক্সএ সাইড’ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় ডিসিপি হাই স্কুল মাঠে এ ম্যাচের আয়োজন করে চুনারুঘাট শেখ রাসেল স্পোর্টিং ক্লাব। খেলা শেষে আলোচনা সভায় শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমান আলী, যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা নাজমুল ইসলাম বকুল, চুনারুঘাট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান মাসুম, ওয়াহিদুল ইসলাম এমরান। খেলায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম গোগাউড়া আইডিয়াল ক্লাব মুখোমুখি হয়। এতে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বিনা উইকেটে জয়ী হয়। বিজয়ীদের হাতে ট্রপি ও প্রাইজভন তুলে দেন পৃষ্টপোষক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীবসহ অতিথিবৃন্দরা। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে ‘চুনারুঘাট শেখ রাসেল স্পোটিং ক্লাব’ এর উদ্যোগে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়।