1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে ছুরিকাঘাতে গুরুতর আহত ২ সহোদর

রায়হান আহমেদ : চুনারুঘাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির পশ্চিম ডুলনা গ্রামের আঃ কাদিরের পুত্রদ্বয় ফজলু মিয়া (৫৯) ও হাসান মিয়া (৪৭)কে আজ বুধবার বিকেলে শামীম মিয়া (২৮) স্থানীয় সাদ্দাম বাজারে ছুরিকাঘাত করে পলিয়ে যায়। সে ওই ইউনিয়নের ইকরতলী গ্রামের তাহের আলীর পুত্র। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তৎক্ষনাত তাদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।

জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে ইয়াবাসক্ত শামীম মিয়ার সাথে ফজলু মিয়ার বাকবিতণ্ডা হয়। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ওই এলাকায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পর দিন বিকেলে ওই তুুুুচ্ছ ঘটনার জের ধরে নেশাখুর শামীম মিয়া দুুুই সহোদরকে ছুরিকাঘাত করে। আরো জানা যায়, শামীম মিয়া নেশাগ্রস্ত ও উগ্র প্রকৃতির যুবক। এ ব্যাপারে বাদী হয়ে ফজলু মিয়ার ছেলে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আসামিকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

     এই ক্যাটাগরীর আরো খবর