চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ তানভির মিয়া তালুকদার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার চন্দনা গ্রামের মোঃ টেনু মিয়া তালুকদারের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ৭টার দিকে তানভির মিয়া নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে পৃষ্ট হয়।
তাৎক্ষনিকভাবে তাকে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ডি.সি.পি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
তার নামাজে জানাযা আজ শনিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।