রায়হান আহমেদ, চুনারুঘাট : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দিদার ম্যানশনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব আলী।
বর্ধিত সভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবীর রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, চুনারুঘাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, আহম্মদাদাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মাধবপুর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কবির খন্দকার, যুবলীগের অর্থ সম্পাদক টিপু সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বক্তারা বলেন, নৌকা প্রতীকে চুনারুঘাট আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন একযোগে কাজ করবে এবং নৌকাকে বিগত দিনের ন্যায় জয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে চুনারুঘাট মাধবপুর আসন উপহার দিবে। জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই আসন্ন নির্বাচনে আমরা জয়ী হব।
বর্ধিত সভা শেষে চুনারুঘাট মধ্যবাজারে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, এড. মাহবুব আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আঃ কাদির লস্কর সহ নেতৃবৃন্দ।