চুনারুঘাট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী, খেলাফত মজলিসের মহা সচীব ড.আহমদ আবদুল কাদের আজ তার নির্বাচনী এলাকার মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্নস্থানে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
তিনি আজ সকালে মনতলা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে মাধবপুর উপজেলার চেঙ্গার বাজারে গণসংযোগ করেন।সন্ধায় নোয়াপাড়া বিশ্বরোড এ এলাকাবাসীর আমন্ত্রনে এক মতবিনিময় সভায় যোগদান করেন।সভায় এলাকার যুব সমাজ ও মুরুব্বীরা আগামী ৩০ ডিসেম্বর ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় ড.কাদের বলেন আপনার একটি ভোটে মেডাম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। তাই এখনই মাঠে নেমে পড়ুন,ভোটারদের দ্বারেদ্বারে বারেবারে যান,এবং ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন,নির্বাচিত হলে চুনারুঘাটের বাল্লা স্থল বন্দর, ইকনোমিক জোন স্থাপন, বাল্লা ট্রেন,সাতছড়ি জাতীয় উদ্যয়ন কে আধুনিকায়ন ও মাধবপুর বাসী রাস্তাঘাটের কষ্ট লাগব হবে।
এ সময় তার সাথে ছিলেন,ঐক্য ফ্রন্টের চুনারুঘাট-মাধবপুরের প্রধান সমন্বয়ক প্রফেসর আব্দুল করিম সহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।