চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের কৃতি সন্তান ও সৌদিআরবের জেদ্দা মহানগর বিএনপি সেক্রেটারি মোহাম্মদ আলীকে গাজীপুর ইউপি বিএনপি’র আহবায়ক মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার রাহানিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এক সভায় বিএনপিকে সংঘটিত করার লক্ষ্যে গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীর উপস্থিতিতে ও সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ আলীকে আহবায়ক মনোনীত করা হয়। চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার সেখানে উপস্থিত থেকে মোহাম্মদ আলীকে এ দায়িত্ব দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, আঃ সোবহান, এড. আঃ হাই, এড. মীর সিরাজ প্রমুখ।