1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট আন্তঃজেলা ডাকাত দলের সদস্য একাধীক মামলার পলাতক আসামী কামাল মিয়া(৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট থানার এএসআই শরীফ এএসআই আওলাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৌরসভার নোয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামাল মিয়া পৌরসভার নোয়ানী গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।

চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ অভিযানে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর