রায়হান আহমেদ, চুনারুঘাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী মাহবুব আলীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জনগণকে।
গতকাল সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই আহ্বান জানান।
লোকে লোকারণ্য আলীয়া মাদ্রাসা মাঠের মঞ্চে উঠে সিলেট বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী এডভোকেট মাহবুব আলী কোথায়? সামনে আসো।
তখন এমপি মাহবুব আলী সামনে এসে শেখ হাসিনার পাশে দাঁড়ান।
শেখ হাসিনা তখন হবিগঞ্জ-৪, চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে এমপি মাহবুব আলীর জন্য ভোট প্রার্থনা করেন।
জনসভায় বিভিন্ন জেলা থেকে আগত ও স্থানীয় হাজার হাজার জনগণ হাতে তালি দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান সাদরে গ্রহন করেন।
এব্যাপারে এমপি মাহবুব আলী জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বিগত জাতীয় নির্বাচনের ন্যায় এবারও নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি উনার কাছে কৃতজ্ঞ। আমার আসনের জনগণের আশা-আকাঙ্খা বিগত দিনগুলোতে পূরণ করার চেষ্টা করেছি। তাই আমি বিশ্বাস করি, আমাকে প্রধানমন্ত্রীর দেয়া নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে আমার আসনের জনগণ। আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নে কাজ করব।