চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী এমপির সমর্থনে চুনারুঘাটে শেষ প্রচারণা মিছিল ও পথসভা করেছে চুনারুঘাট কলেজ ছাত্রলীগ ।
চুনারুঘাট পৌর শহর সহ বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের নেতৃত্বে নির্বাচনী প্রচারনা, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা ও পথসভা পরিচালনা করেন, কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর তরফদার।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লল কাদির লস্কর রিমন, উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মাসুম, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান রকিব প্রমুখ।
সায়েম তালুকদার বলেন, ৩০ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমার বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ নৌকা প্রতিকে এড. মাহবুব আলীকে ভোট দিবে। আমরা জয়ে মালা গলায় পড়ব।
অন্যান্য বক্তারা বলেন, ৩০ তারিখ সারাদিন উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। হওয়া
প্রচারণায় উপস্থিত ছিলেন, আহমেদ সাদেক, সাইফুল ইসলাম শিমু, শেখ কামাল, উজ্জ্বল, সাজিদ,
সাগর, আরিফ, মারজান, রাকিব, মাহমুদুর রব সাকিব, এন আই সুবেল, আলমগীর, জাকারিয়া, লিমু, লিটু সহ আরো অনেকে।