চুনারুঘাটের উন্নয়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের ১২ দফা দাবী উত্তাপন করেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব দাবী বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেন।
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিমান প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। মন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, টিএইচও গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী বিষুব কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম শওকত আলী, মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন,
আরএমও মুমিন উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ সহ আরো অনেকে।