রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী ময়নাবাদ মফিজ উদদীন চৌধুরী দাখিল মাদ্রাসায় বিশিষ্ট সমাজসেবক, লন্ডন ট্রেডিশনের কর্ণদার, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মামুন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন। চিকিৎসা সেবা প্রদান করেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ এর একটি টিম ও ঢাকা থেকে আগত ডাক্তাররা।
মামুন চৌধুরী জানান, গরীব-দুঃখী মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্ক ভিউ মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের বিশেষ সহযোগিতায় ও চাটপাড়া মাদ্রাসার শিক্ষক মোঃ সোহাগ হকের পরিচালনায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
অন্যান্য সমাজ সেবামূলক কাজের পাশাপাশি গরীব-অসহায় মানুষকে কাঙ্খিত চিকিৎসা সেবা দিতেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য।