মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির একদল জোয়ান অভিযান চালিয়ে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে এগুলো জব্দ করে।
বাংলাদেশ বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হাবিলদার সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। অভিযান টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় বিজিবি।