চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট উপজেলা যুবলীগ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের লস্কর ম্যানশনে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট সদর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার রইছ উল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মর্তুজ সর্দার, সমকাল প্রতিনিধি মোস্তাক তরফদার মাসুম, সাংবাদিক নাসির উদ্দিন, ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, সহ-সম্পাদক মাজেদুল হোসেন লুবন, দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, অর্থ সম্পাদক টিপু সুলতান, উপজেলা যুবলীগের সদস্য লিজন, মিফতা চৌধুরী, ইমান আলী, ফুল মিয়া, মোতাব্বির খান, শাহজাহান, প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওসি (তদন্ত) নূরুল ইসলামের সাফল্য কামনা করেন বক্তারা।
উল্লেখ্য যে, ওসি (তদন্ত) নূরুল ইসলামকে হবিগঞ্জ পুলিশ লাইনের আরওআই পদে শুক্রবার হবিগঞ্জের পুলিশ সুপার এক আদেশ বলে বদলী করেন।