চুনারুঘাট প্রতিনিধি : রবির কিরণে হাসি ছড়িয়ে অপ্রাপ্তি বেদনা ভুলে আজ নব আনন্দে জাগবে গোটা জাতি। বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের রূপময় ছটায় নতুন বাংলাবর্ষ ১৪২৬ বরণ করছে সব বয়সের মানুষ।
নতুন বছরের সূচনা দিনে নতুন স্বপ্ন-প্রত্যাশায় উৎসব আর উচ্ছ্বাসে ভরে যাবে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। নতুন দিনের সূর্যোদয়ের সাথে সাথে পুরনো সব জরা গ্লানিকে মুছে হিংসা-বিদ্বেষ, হানাহানি টুটে নব চিন্তায় শুরু হবে আগামী দিনের পথচলা।
প্রতি বছরের মতো এবারও চুনারুঘাট উপজেলা প্রশাসন বরণ করছে নতুন বছরকে।
সকালে ইলিশ পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিন জানালেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল।
উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, ভাইস চেয়ারম্যান লুৎফর মহালদার, সহকারী কমিশনার (ভুমি) স.ম আজহারুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কাসেম, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক,সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, সাবেক পিপি এড.আকবর হোসাইন জিতু,ধামালির প্রতিষ্ঠাতা এড.মোস্তাক বাহার, সহকারী শিক্ষা অফিসার কবি রফিকুল নাজিম ও খোরশেদ আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।