জনমত রিপোর্ট : দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা যাওয়া নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা, মা শিরিনা আক্তার ও দুই ভাইয়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের দেখা হয়। এসময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।
ফেনীর সোনাগাজীর নিহত নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।
নুসরাতের পরিবারকে এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সরকারপ্রধান।