চুনারুঘাট প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে প্রতিপাদ্য করে চুনারুঘাটে “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়েছে।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে শনিবার সকালে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, শিল্পপতি এম.এ মালেক, শিল্পপতি আব্দুল তৌহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান চৌধুরী, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুন্নাহার, সদর ইউপি চেয়ারম্যান কাউছার বাহার, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, মিরাশি ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।