নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধার পর শহরে মাছুলিয়া দূর্গাপূজা, পালবাড়ী, রবি দাস পাড়া, ঘোষপাড়া গোপিনাথ জিউর আখড়া, ত্রিনয়নী সংঘ, জয়া সংঘ, চৌরাঙ্গী সংসদ, মহেশ্বর সংঘ, পুরান হাসপাতাল সড়ক ও মাস্টার কোয়াটার এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ মেয়র জি কে গউছকে স্বাগত জানান। দীর্ঘ ২ বছর পর মেয়রকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পূজারীরা। পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দ মেয়র জি কে গউছকে ধন্যবাদ জানান।
মেয়র জি কে গউছ পূজারী ও পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমার দুঃসময়ে হবিগঞ্জের মানুষ আমার পাশে ছিল। ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। আমিও আপনাদের পাশে আছি, আমৃত্যু আপনাদের পাশে থাকব। তবে আমার জন্য আর্শিবাদ করবেন, সত্যের যেন জয় হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাশিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি আজিজুল রহমান কাজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মাহবুবুল হক হেলাল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, যুবদল নেতা মহিবুর রহমান টিপু, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন ও শেখ মামুন, যুবদল নেতা এডভোকেট গুলজার খান, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সোহাগ, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, মাহবুবুর রহমান মাহবুব, রবিউল আলম রবি, শারফিন চৌধুরী রিয়াজ, গোলাম মাহবুব, এহসানুল হক ইমরান, আবু তাহের, রুমেল খান চৌধুরী, কামরুজ্জামান উজ্জল, টেনু মিয়া, সাইদুল হক, ইকবাল আহমেদ চৌধুরী, নাজমুল হোসেন, সৈয়দ আশরাফ, মাহফুজ আহমেদ, সেবুল আহমেদ, শ্রাবণ আহমেদ, মনোয়ার হোসেন, আব্দুল হক শাহ উজ্জল প্রমুখ।