অসহায় ও গরীব শীতার্থদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
রায়হান আহমেদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশ এগুচ্ছে উন্নয়নের ধারাবাহিকতায়। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন অনেক দেশ থেকেই এগিয়ে।
সাফল্য ও উন্নয়নের অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) চুনারুঘাট উপজেলার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শামছুল হক ও সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, পিআইও প্লাবন পাল, উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন পারভেজ, সহ আরো অনেকে।
প্রসঙ্গত, উপজেলার এক শতাধিক প্রতিবন্ধী পরিবারকে এসব কম্বল বিতরণ করা হয়।