অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চুনারুঘাট ইউএনও’র জিরো টলারেন্স নীতি
রায়হান আহমেদ : অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চুনারুঘাট ইউএনও সত্যজিত রায় দাশের জিরো টলারেন্স নীতি এখন আলোচনায়। তার এমন কঠোর পদক্ষেপ জনমনে প্রশান্তির চাপ ফেলেছে। এরই প্রেক্ষিতে চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীতে উবাহাটা অংশের করিমপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি মেশিন ধ্বংস করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নির্দেশনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ওই ড্রেজার মেশিন গুলো ভেঙে দেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমি উপ-সহকারী নাছরুল আজম, অফিস সহকারী সহ অন্যরা।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলকারীরা কর্মকর্তাদের উপস্থিতি আচঁ করতে পেরে পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে ৩টি মেশিন ভেঙে দেয়া হয়।