ওসি নাজমুল হকের নেতৃত্বে কুলাঙ্গার রুমন গ্রেফতার
রায়হান আহমেদ : চুনারুঘাটে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চুনারুঘাট পৌর শহরের সদর জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের করে চুনারুঘাট সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদ ও মুসলিম যুব পরিষদ।
বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা জহুর আলী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আজিজুল হক চৌধুরী, মুফতি হারুনুর রশিদ, আঃ মান্নান, মনসূর আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, আলহাজ্ব কামাল উদ্দিন, হাফেজ শাহীনুল ইসলাম, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, হাফেজ সাইদ আহমদ সহ চুনারুঘাট সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদ ও মুসলিম যুব পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা।
প্রসঙ্গত, গত বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের বনগাঁও গ্রামের ফারুক মিয়ার মাদকাসক্ত ছেলে রুমন মিয়া(১৯) পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়ে দেয়।
এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকাবাসী রুমনকে আটক করে থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ রুমনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।