নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ী রিন্টু দাশের বসত ঘর পুরে গেছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ঘটিকার সময় নবীগঞ্জ পৌর এলাকা ৮নং ওয়ার্ড শিবপাশায় দিবাত শেখর দাশ (রিন্টু দাশ) ২৪২নং বাসায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
ধারণা করা হচ্ছে বিদ্যুতিক সর্ট-সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাথে সাথে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিদের জানানো হলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ২টি ইউি টে কর্মিরা ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসার সদস্যরা দূর্গাপুজায় থাকার কারনে কোন হতাহত হয়নি।
অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।