রায়হান আহমেদ : অযথা মূল্য বৃদ্ধির কারণে চুনারুঘাটে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।
বুধবার সকালে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে চুনারুঘাট পৌরশহরের কাঁচাবাজারে অভিযান চালানো হয়।
এসময় নিয়মের চেয়ে বেশি দামে বিক্রি করায় চুনারুঘাট কাঁচাবাজারে আলুর আড়তে ৮হাজার, মুদির দোকানে ৩হাজার ও উপজেলার শাকির মোহাম্মদ বাজারে দুই দোকানকে ২হাজার জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, করোনা ভাইরাসের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ৪০-৪৫টাকা করে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও ব্যাবসায়ীরা ৫০-৫৫টাকা করে বিক্রি করছেন। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।