রায়হান আহমেদ : সামাজিক দূরত্ব বজায় রেখে চুনারুঘাট উপজেলা কৃষক লীগ ও পৌর কৃষকলীগ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক শেখ জামালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার সহ অন্যরা।
উপজেলা প্রাঙ্গনে কৃষকলীগের উদ্যোগে ফলজ গাছ রোপণ করেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল ও অতিথিগণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচীতে উদ্বুদ্ধ হয়ে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র তিনমাস ব্যাপী কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে ১০০টি পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়।