রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে মোঃ আবু তাহের এ কার্ড বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাছান আলী, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, শানখলা ইউপি সভাপতি শফিক মিয়া তরফদার, সাধারণ সম্পাদক আবুল কালাম এখলাছ চৌধুরী, উবাহাটা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আকবর আলী, সাটিয়াজুরী ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ফরিদ মিয়া, মিরাশী ইউনিয়ন সভাপতি ইদ্রিছ আলী আলতা ও সেক্রেটারি আঃ সামাদ মাষ্টার, পৌর শ্রমিকলীগের সেক্রেটারি আমির আলী প্রমুখ।
সভায় ১০টি ইউনিয়ন ও চুনারুঘাট পৌরসভার ২শ ৩০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধির মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরের ভাতার কার্ড বিতরণ করা হয়।