রায়হান আহেমদ : চুনারুঘাটে ‘নরপতি মোবাইল কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক।
প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল কদ্দুস,
ঈমান আলী, দৈনিক আমার হবিগঞ্জ এর চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদ, আমির আলী সহ আরো অনেকে।
আলোচনা সভা পরিচালনায় করেন- মোঃ আশিকুর রহমান।
উক্ত ফাইনাল খেলায় মধ্য নরপতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে উত্তর নরপতি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন- উত্তর নরপতি ফুটবল একাদশের এখলাস মিয়া।