রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে এম ক্বারী আনিছুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার কার্যালয়ে নগদ অর্থ, পবিত্র কুরআন শরিফ ও হাদিস শরিফ শিক্ষার্থীদের হাতে তুলে দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু ও অতিথিরা।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ফ্রান্স প্রবাসী মোহাম্মদ সামছুল হকের অর্থায়নে এসব উপহার বিতরণ করা হয়।
উপহার প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিচালনা করেন- এম ক্বারী আনিছুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট ইবনে সিনা হাসপাতালের ম্যানাজার মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, জেলা পরিষদের সদস্য ফরিদ আহমেদ তালুকদার, পৌর কাউন্সিলর মর্তুজ আলী সরদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম লুবন, এন টিভির চুনারুঘাট প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু সহ আরো অনেকে।
দুইজন শিক্ষার্থীকে নগদ ৫হাজার টাকা ও অন্যদের পবিত্র কুরআন শরিফ এবং হাদিস শরিফ তুলে দেয়া হয়।