স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়- বুধবার গভীর রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের কড়ইতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল ছালামের বসত ঘরে পূর্ব শত্রুতার জের ধরে উত্তর বড়জুষ (খাইল্যা) গ্রামের মৃত মনছব উল্লার ছেলে মোঃ হাবিবুর রহমান হবিব সহ আরো ৩-৪জন লোক ঘরের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এসময় আগুনে পুড়ে ৪লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আব্দুল ছালাম এর স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন বাদী হয়ে মোঃ হাবিবুর রহমান হবিবকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে এসআই সামিউলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।