স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক সদস্য শঙ্খ শুভ্র রায়, মোস্তফা কামাল আজাদ রাসেল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শামীম, এডভোকেট আজিজুর রহমান সজল খান, নাজমুল হোসেন ও জাকারিয়া চৌধুরী।