মাধবপুরে প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পানিতে ডুবে শেখ সাদি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইভা নামে অপর এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার কবিলপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু উপজেলার কবিলপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের রমজান মিয়ার শিশু পুত্র শেখ সাদি ও একই গ্রামের ফজল মিয়ার মেয়ে ইভা খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে শেখ সাদিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
গুরুতর অবস্থায় ইভা কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।