রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
চুনারুঘাট উপজেলা উপজেলা পরিষদের সভা কক্ষে আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, পিআইও প্লাবন পাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।