চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ব্যাতিক্রমভাবে পালন করলেন বজলুর রশিদ দুলাল।
জেলা যুবলীগের নির্বাহী সদস্য ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হল শাখার সাবেক সভাপতি বজলুর রশিদ দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করেছেন।
সোমবার দুপুরে চুনারুঘাট মধ্য বাজারে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান লুৎফর রহমান, নজরুল ইসলাম, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম আজাদ, রায়হান শামিম, আতাউর রহমান মিলন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদুল হোসেন লুবন, মোঃ আব্দুর রহমান, পৌর তাঁতীলীগের সদস্য সচিব আঃ মালেক, পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন, পৌর যুবলীগ নেতা সাইদুল কবির মিজান, আতাউর রহমান, ছাত্রলীগ নেতা হুমায়ন রশিদ অপি, আবুল কাসেম দেওয়ান জীবন প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোশাহিদুল ইসলাম আল কাদরী।
জানা যায়- চুনারুঘাট পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রত্যাশী প্রার্থী হিসাবে দেখা যাবে সাবেক এ ছাত্র নেতাকে।