চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘অনলাইন স্কুল’ কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিসিপি হাই স্কুলের শিক্ষক মোঃ ইমদাদুল হক চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক।
আরো উপস্থিত ছিলেন- মোঃ মানিক সরকার, আব্দুল আউয়াল, হোসাইন আলী রাজন, জামাল হোসাইন লিটন, শফিউল আলম সাফি, শফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুনসহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বক্তারা অনলাইন স্কুলের সার্বিক পর্যালোচনা করে শিক্ষকবৃন্দকে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।