হরিণাকুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কেক কাটা, আলোচনা সভা, দোয়ার মাহফিল, র্যালীসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে পৌর আওয়ামী লীগ।
এ উপলক্ষে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
পৌর আওয়ামী লীগ সভাপতি ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্যদেন যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ মারুফ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক রাফেদুল হক, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল রানা প্রমূখ।
সভাশেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।