রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় মাস্টার ড্রেনের কাজ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ কাজ শুরু হয়। মাস্টার ড্রেন কাজের শুভ উদ্ভোধন করেন- চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু।
জানা যায়- ড্রেনটি মধ্য বাজার থানা গেইট হতে উত্তর বাজার সিঙ্গার শো-রুম পর্যন্ত ৭৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে৷
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েত, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আরজু মিয়া, চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় পাল, বিশিষ্ট ব্যবসায়ী বিধান রঞ্জন পাল, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, ঠিকাদার শেখ তাজুল ইসলাম, ছাত্রনেতা শাহ্ নেওয়াজ, আঃ নূর, ফারুক মিয়া, সিরাজ মিয়া, সহ বাজারের ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মেয়র নাজিম উদ্দিন শামছু বলেন- “চুনারুঘাট পৌরসভার উন্নয়নে আমি বদ্ধপরিকর৷ পৌরবাসীর স্বপ্নের এই ড্রেন হচ্ছে। আশা করি- উক্ত স্থানে আর জলবদ্ধতা হবে না। সকলের সহযোগিতায় উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবো।”