মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ হরিণাকুণ্ডু।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী শাহিনুর রহমান, মুস্তাক আহম্মেদ, ইব্রাহিম হোসেন, কিরণ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফাত বিন শোভন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহম্মেদ, তৌকির মাহফুজ, লাবনী আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝর্ণা, দেলোয়ার হোসেন প্রমুখ।