মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক নাবালিকা বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (৯অক্টোবর) দুপুরে শহরের চিথলিয়াপাড়া এলাকার আজিজুর রহমানের অপ্রাপ্তবয়স্কা স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিচ্ছেন, গোপনে সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। সংবাদ পাওয়ার সাথে সাথে ওই বিয়ে বাড়িতে হানা দিয়ে বিয়ে বন্ধ করেন ও কনের বাবাকে তিনি বাল্যবিবাহ নিরধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়ের বাবা এবং চাচার কাছ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেন।