আজমিরীগঞ্জ – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Thu, 23 Mar 2023 14:10:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 আজমিরীগঞ্জ এলজিইডি অফিসে ভাঙচুর করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান https://jonomoth.com/archives/11656 https://jonomoth.com/archives/11656#respond Thu, 23 Mar 2023 12:16:22 +0000 http://jonomoth.com/?p=11656

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি’র ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর উপর হামলা ও অফিসে ভাঙচুর করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে।

ওই এলজিইডি অফিসের এক কর্মচারী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া আজমিরীগঞ্জ-কাকাইলচেও রাস্তার মেইনটেন্যান্স কাজ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব। বিল সংক্রান্ত বিষয় নিয়ে এলজিইডি অফিসে ইঞ্জিনিয়ার আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন। তখন ওই অফিসের কয়েকজন ভাইস চেয়ারম্যানকে শান্ত করতে চাইলে তিনি আরো চড়াও হয়ে অফিসের টেবিলের কাচ ভাঙচুর করেন। অফিসের কর্মচারী মোশাররফ হোসেনকে কিল-ঘুষি মেরে মোবাইল ছিনিয়ে নেন।

এ ব্যাপারে আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, ৬৫ লাখ টাকা ব্যয়ে ২৮৫ মিটার রাস্তার কাজ পান, মোঃ তাজ উদ্দিন মিয়া নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব কন্ট্রাক্টার হিসেবে কাজটি করেন উপজেলা ভাইস চেয়ারম্যান। ওই কাজের মেজারমেন্ট করলে দেখা যায়, রাস্তার কাজের খরচ অনেক কম হয়েছে। তাই সরকারি অর্থ বাঁচাতে কাজের মেজারমেন্ট অনুযায়ী বিল রেডি করা হয়। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ওই বিল গ্রহন না করে উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করেন। পরে ভাঙচুর করেন ও অফিসের এক কর্মচারীকে মারধোর করেছেন।

জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে বিষয়টি অস্বীকার করে ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব বলেন, এসব মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।

]]>
https://jonomoth.com/archives/11656/feed 0 11656
গৃহবধুকে ধর্ষণের দায়ে যুবক আটক https://jonomoth.com/archives/9263 https://jonomoth.com/archives/9263#respond Sat, 12 Sep 2020 11:43:01 +0000 http://jonomoth.com/?p=9263

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মহসিন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া (ড্রেনের হাটী) এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া ড্রেনের হাটী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) ধর্ষণের স্বীকার ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষণের স্বীকার ওই গৃহবধু বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।

আটককৃত মহসিন মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ার এলাকার আজমান মিয়ার ছেলে।

জানা যায়, জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আজমান মিয়ার ছেলে মহসিন একই এলাকার পাঠুলীপাড়া গ্রামে বিয়ে করে ৷

বিয়ের পর থেকেই শশুর বাড়ীতেই বসবাস করে আসছে ধর্ষক মহসিন৷ শশুর বাড়ীতে থাকার সুবাদে ধর্ষিতা গৃহবধুর স্বামীর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে মহসিন৷ বন্ধুত্বের সুবাদে প্রায় সময়ই ধর্ষিতার বাড়িতে যাওয়া আসা করতো ধর্ষক মহসিন৷

বিগত কিছুদিন পুর্বে গৃহবধুর স্বামী জীবিকার তাগিদে ঢাকা চলে যায় ৷ এই সুযোগে ধর্ষক মহসিন গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় গৃহবধুর বসতঘরে প্রবেশ করে, ঘর খালি থাকায় মুখে গামছা পেচিয়ে গৃহবধুকে ধর্ষণ করে৷

বিষয়টি জানাজানি হলে প্রথমে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা চালায় ধর্ষক মহসিনের শশুরহাড়ীর লোকজন ৷ পরে উক্ত বিষয়টি নিয়ে পাটুলীপাড়ায় দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে৷

এসময় স্থানীয়রা থানায় খবর দিলে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠুলী পাড়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক মহসিনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান- এ বিষয়ে ধর্ষণের স্বীকার গৃহবধু বাদী হয়ে একটি মামলা ধায়ের করেছেন৷ ধর্ষককে আটক করা হয়েছে এবং গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

]]>
https://jonomoth.com/archives/9263/feed 0 9263
চুনারুঘাট থানার নতুন ওসি শেখ নাজমুল হক https://jonomoth.com/archives/7476 https://jonomoth.com/archives/7476#respond Fri, 05 Jul 2019 06:05:55 +0000 http://jonomoth.com/?p=7476

রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ নাজমুল হক নান্টু দুই-এক দিনের মধ্যেই যোগদান করবেন।

সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে গত বুধবার (৩জুলাই ২০১৯ইং) নাজমুল হক নান্টুকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে। এর আগে তিনি আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

নাজমুল হক নান্টু বাংলা বিভাগে এমএ পাস করে ২০০৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ও অপরাধ গোয়েন্দা বিভাগে চাকুরীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাচপুল, আদাবর, মতিঝিল, তেজগাঁও, বনানী থানাসহ বিভিন্ন থানায় এসআই হিসাবে সফলতার সাথে চাকুরী করেন।

২০১৮ সালের ৯আগষ্ট মাসে অফিসার ইনচার্জ হিসাবে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় দায়িত্ব প্রাপ্ত হন।

তিনি নেত্রকোণা জেলার হাসপুর গ্রামের শেখ সহাজ উদ্দিনের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

শেখ নাজমুল হক যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য চুনারুঘাটবাসীর সহযোগিতা ও সকলের কাছে দোয়া কামনা করছেন।

]]>
https://jonomoth.com/archives/7476/feed 0 7476
আজমিরীগঞ্জে কারেন্ট জালসহ ব্যবসায়িকে আটকের পর ছেড়ে দিল পুলিশ! https://jonomoth.com/archives/7222 https://jonomoth.com/archives/7222#respond Sat, 20 Apr 2019 19:10:06 +0000 http://jonomoth.com/?p=7222

আজমিরীগঞ্জে কারেন্ট জালসহ আবু তাহের নামে এক ব্যবসায়িকে আটক করার পর আবার ছেড়েও দিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকার ব্যবসায়িসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন পুলিশ টাকা খেয়ে তাকে ছেড়ে দিয়েছে। তবে পুলিশ বলছে মুছলেখার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সেই সাথে আজমিরীগঞ্জ উপজেলায় যেন কোন ব্যবসায়ি কারেন্ট জালের বিক্রি না করে সেজন্য হুশিয়ারি প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আজমিরীগঞ্জের কয়েকজন ব্যবসায়ি সরকারি নিষেধ অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছেন। গতকাল দুপুরে আজমিরীগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায় আবু তাহের নামে এক ব্যবসায়িকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জাল জব্দ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ি ও স্থানীয় লোকজন জানান- দুপুরে আটক করে নিয়ে গেলেও সন্ধ্যায় পুলিশ টাকার বিনিময়ে আবু তাহেরকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন- আটকের পর মুছলেখার মাধ্যমে ওই ব্যবসায়িকে ছেড়ে দেয়া হয়েছে। সেই সাথে আজমিরীগঞ্জ উপজেলা সব কয়টি বাজারের ব্যবসায়িকে কারেন্ট জাল বিক্রি করতে নিষেধ করে দেয়া হয়েছে। এর পরও যদি কেউ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://jonomoth.com/archives/7222/feed 0 7222
আজমিরীগঞ্জে অভিমান করে বিষপানে আত্মহত্যা ! https://jonomoth.com/archives/7071 https://jonomoth.com/archives/7071#respond Wed, 17 Apr 2019 15:04:21 +0000 http://jonomoth.com/?p=7071

নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপানে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে তিনি পরিবারের সকলের অগোচরে বিষপান করেন।

নিহত জিয়াউর রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের এজাজুর রহমানের ছেলে।

জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য হয় জয়াউরের। এক পর্যায়ে বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষ খায় জিয়াউর। বিষপানের বিষয়টি আচঁ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন থাকার পর সন্ধ্যায় তিনি মুত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সাইফুর রহমান সোহাগ।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

]]>
https://jonomoth.com/archives/7071/feed 0 7071
আজমিরীগঞ্জে বীজ কোম্পানীর মামলায় ব্যবসায়ী আটক https://jonomoth.com/archives/6862 https://jonomoth.com/archives/6862#respond Fri, 12 Apr 2019 16:41:31 +0000 http://jonomoth.com/?p=6862

হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বীজ কোম্পানীর মামলায় এক বীজ ব্যবসায়িকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে আজমিরিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করে।

সে আজমিরীগঞ্জ উপজেলার নগর মধ্যপাড়া গ্রামের মৃত নিম্বল হোম রায়ের ছেলে বুদ্ধহোম রায়।

আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান- বুদ্ধহোম রায় দীর্ঘদিন যাবত ঢাকার এক বীজ কোম্পানীর সাথে ব্যবসা করে আসছে। সম্প্রতি কোম্পানীর সাথে টাকা-পয়সা নিয়ে বিরুধ সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে বুদ্ধহোম রায়ের বিরুদ্ধে মাসুদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। (মামলা নং-৩৪১৮/১৮ বনানী)।

মামলায় বুদ্ধহোম রায় নিয়মিত হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্টেট বাকী বিল্লাহ।

]]>
https://jonomoth.com/archives/6862/feed 0 6862
আজমিরীগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন https://jonomoth.com/archives/6674 https://jonomoth.com/archives/6674#respond Mon, 08 Apr 2019 10:30:30 +0000 http://jonomoth.com/?p=6674

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের তুতন মিয়া হত্যা মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্ত প্রমাণ না হওয়ায় আরো ১৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা এই রায় প্রদান করেন।
দ-াদেশ প্রাপ্তরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সফর আলীর ছেলে মোশাহিদ মিয়া, একই গ্রামের সামছুল হকের ছেলে মোহন মিয়া, গোলাম মাওলার ছেলে জিয়াউর মিয়া, রহমান উল্লাহ্র ছেলে ওয়াহাব উল্লাহ্, আবুল হোসেনের ছেলে চাঁন মিয়া ও দিলু মিয়া।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন এই তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ অক্টোবর রাতে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ও পিরিজপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ‘হাকদাইড়’ বিলে জলসুখা গ্রামের তুতন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন তার খন্ড খন্ড মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

একই বছরের ১৫ নভেম্বর তুতনের স্ত্রী আনোয়ারা বেগম ২০ জনকে আসামী করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা না করার জন্য তাকে হাত পা বেধে কয়েকদিন রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন আনোয়ারা।

পরবর্তীতে আজমিরীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়–য়া ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনেকেই অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ রায় প্রদান করে।

]]>
https://jonomoth.com/archives/6674/feed 0 6674
নবীগঞ্জে ঠাকুর মা’কে হত্যার দায়ে ঘাতক রণজিৎ গ্রেফতার https://jonomoth.com/archives/6659 https://jonomoth.com/archives/6659#respond Mon, 08 Apr 2019 04:51:58 +0000 http://jonomoth.com/?p=6659

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ঘরে প্রবেশ করে মিলু রাণী সুত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ৪ দিন পর গত শনিবার গভীর রাতে ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লা থেকে ঘাতক রনজিৎ সুত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘাতক রনজিৎ ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের অবিনাশ সুত্রধরের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘাতক রনজিৎ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লায় অবস্থান করছে। শনিবার রাতেই ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সামছুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লায় অবস্থান নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক রনজিৎ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

ঘাতক রনজিৎ পুলিশকে জানায়, নিহত মিলু রাণী সুত্রধর তার সম্পর্কে ঠাকুর মা হয়। সে তার ঠাকুর মায়ের কাছে ঘটনার দশ-বার দিন পূর্বে ২০ হাজার টাকা জমা রেখেছিল। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় রনজিৎ তার ঠাকুর মায়ের কাছ থেকে টাকা আনতে তাদের বাড়িতে যায়।

সে তার ঠাকুর মায়ের কাছে টাকা খুঁজলে তিনি কিসের টাকা জানতে চান এবং তিনি তার টাকার কথা অস্বীকার করলে তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। তার পিসি শিল্পী সুত্রধর তাকে দা দিয়ে কুপ দেয়। সে প্রাণ রক্ষায় দা কেড়ে নিয়ে তাদের এলোপাতারি কুপাতে থাকে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত চাঁনমণি সুত্রধরের স্ত্রী মিলু রানী সুত্রধর ও তার কন্যা শিল্পী রানী সুত্রধরের উপর তাদের বসত ঘরে প্রবেশ করে রনজিৎ হামলায় চালায়। এতে ঘটনাস্থলে মিলু রানী সুত্রধর নিহত হন।

এ ঘটনায় আহত তার মেয়ে শিল্পী রাণী সুত্রধর এখনো সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের বিশেষ অভিযানে হত্যাকান্ডের ৪দিন পর ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটককৃত রনজিৎ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে কিভাবে হত্যাকান্ড করছে তারও বর্ণনা দিয়েছে। আমরা ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা অন্য কোন কারন রয়েছে কিনা তা উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছি।

]]>
https://jonomoth.com/archives/6659/feed 0 6659
ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ, সম্পাদক হিমু https://jonomoth.com/archives/6641 https://jonomoth.com/archives/6641#respond Sun, 07 Apr 2019 18:24:34 +0000 http://jonomoth.com/?p=6641

আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটির তালিকা

ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিশেষ প্রতিনিধি : ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল ২০১৯) বিকেলে প্যারিসের বাংলা ভিশন ব্যুরো অফিসে বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল মালেক হিমুর পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, ফ্রি ল্যান্স সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, বাসুদেব গোস্বামী, জামিল আহমদ সাহেদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়াকে সভাপতি এবং এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমুকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি দেলওয়ার হোসেন সেলিম নির্বাচিত হন।

সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপ কে নতুন কমিটির ১নং সদস্য করা হয়।

আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

]]>
https://jonomoth.com/archives/6641/feed 0 6641
জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন https://jonomoth.com/archives/6207 https://jonomoth.com/archives/6207#respond Mon, 07 Jan 2019 16:07:24 +0000 https://jonomoth.com/?p=6207

জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটির পূনর্গঠন
আলাউদ্দিন- সভাপতি, রায়হান- সেক্রেটারি ও জুবায়ের- সাংগঠনিক

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এতে খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও রায়হান আহমেদ সেক্রেটারি ও মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক রেখে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

 

কমিটি পূনর্গঠন লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শরিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কাউছার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী সুজন, চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

 

পুনর্গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক তরফদার মাসুম, সহ-সভাপতি মোঃ আব্দুল হাই প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম শওকত আলী, অর্থ সম্পাদক এসএম জিলানী আখনজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিপন, সমাজকল্যাণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক কাজী মিজান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু, মোঃ ওয়াহেদ আলী, মোঃ মামুন চৌধুরী।

]]>
https://jonomoth.com/archives/6207/feed 0 6207