খেলাধুলা – Jonomoth.Com https://jonomoth.com জনমত নিউজ । A Online Newspaper Thu, 25 Apr 2019 06:51:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.11 155563395 বিশ্বকাপের জন্য দোয়া চাইলেন মাশরাফি https://jonomoth.com/archives/7317 https://jonomoth.com/archives/7317#respond Thu, 25 Apr 2019 06:51:10 +0000 http://jonomoth.com/?p=7317

জনমত রিপোর্ট : আর কিছু দিন পরেই মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বকাপ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা। ছিলেন মাশরাফি শুধু অধিনায়ক নন, এখন দেশের একজন অভিভাবকও বটে।

জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দেশের নীতিনির্ধারকদের একজন হিসেবে কাজ করছেন তিনি। ফলে খেলার পাশাপাশি নিজ এলাকার জন্য সময় বের করতে হয় মাশরাফিকে।

এরই অংশ হিসেবে বুধবার(২৪ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে বিশ্বকাপগামী দলের জন্য সবার কাছে দোয়া চান টাইগার অধিনায়ক।

মাশরাফি বলেন, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবেন টাইগাররা। তাতেও দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। দুই টুর্নামেন্টের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন ম্যাশ।

]]>
https://jonomoth.com/archives/7317/feed 0 7317
জেতার বিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন তামিম https://jonomoth.com/archives/7085 https://jonomoth.com/archives/7085#respond Wed, 17 Apr 2019 15:31:40 +0000 http://jonomoth.com/?p=7085

জনমত রিপোর্ট : বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই শুরু হচ্ছে আরেকটি হিসেব গোনা- কে ফেভারিট? এই প্রশ্নে আপাতত কোনো ক্রিকেট পণ্ডিত বাংলাদেশের নাম রাখেননি। তবে কে বাংলাদেশকে ফেভারিট বললো আর কে বললো না-তা নিয়ে বিতর্কে যেতে রাজি নন তামিম ইকবাল। নিজের বিশ্বাসটা নিজের কাছেই তার। সেই বিশ্বাস নিয়েই তামিম বললেন- ‘দেখুন এই বিশ্বকাপে ১০টা দল খেলছে। কোনো দলই কিন্তু স্রেফ অংশগ্রহণ করার জন্যই খেলছে না সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্যই।’

জেতার বিশ্বাসটা যদি নিজের মধ্যেই না থাকে তবে জিতবো কেমন করে? তাই বাংলাদেশ দলকে নিয়ে অন্যরা কে কি হিসেব করলো সেটা গোনায় না ধরে নিজের আস্থা নিয়েই সামনে বাড়তে চান তামিম- ‘আমি যদি বলি যে শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি তাহলে যাওয়ার কোনো মানেই হয় না। আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাস নিয়েই আমাদের যেতে হবে।’

মঙ্গলবার নির্বাচকরা যখন বিশ্বকাপের দল ঘোষণা করে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে আসছিলেন তামিম ইকবাল তখন মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। শেষের দিকে ধুমধাম কিছু ছক্কা হাঁকিয়ে বিশ্রাম নিতে ড্রেসিংরুমে ফিরলেন। বাউন্ডারি লাইনের কাছে এসে গ্লাভস-প্যাড খুলে রাখছিলেন।

-তামিম কংগ্রাচুলেসন!

নাটুকে ভঙ্গিতে চমকে উঠে তামিমের স্বস্তি- ‘দলে আছি তাহলে আমি!’ মুখে দুষ্টামির হাসি নিয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দিলেন।

বুধবার আরেকবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তামিম। এবার গল্পের সময়টা আরও বাড়লো।

-কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ দল?

এই প্রশ্নে নির্বাচকদের হয়েই ব্যাট করলেন তামিম- ‘ আমার মনে হয় যেই স্কোয়াডই দেয়া হোক না কেন, যেই খেলোয়াড়কে নেয়া হোক বা কেন, সবারই কিছু না কিছু যদি-কিন্তু থাকবেই। কিছু পছন্দ-অপছন্দ তো থাকবেই। এটাই নিয়ম। আমার মনে হয় এখন দলে কে থাকা উচিত ছিল বা কে থাকলে ভালো হতো, এই আলোচনা না করে যেই ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে তাদের পুরোপুরি সমর্থন করা। অমুকের জায়গায় অমুক থাকলো ভালো হতো, এমনসব প্রশ্ন এখন তুললে, যারা সুযোগ পেয়েছে তারা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন আমাদের সবার উচিত হবে পুরো দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।’

২০০৭ সাল থেকে বিশ্বকাপ খেলছেন তামিম ইকবাল। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ। ২০০৭ সালের বিশ্বকাপের মাঠেই তামিম ইকবালকে প্রথম চিনেছিল ক্রিকেট বিশ্ব। ভারতের বিরুদ্ধে তার সেই মারকুটো হাফসেঞ্চুরিতেই ঘোষিত হয়েছিলো নতুন এক তারকার জন্ম কাহিনী। সেদিনের তরুণ তামিম ইকবাল এখন পরিণত এক ক্রিকেটার। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জানালেন-‘আমি কখনো টার্গেট সেট করতে পছন্দ করি না। আমার লক্ষ্য একটাই দলের চাহিদা মেটানো। দল আমার কাছ থেকে যা চায় সেটা যেন পুরো করতে পারি।’

তামিম আপনার কাছ থেকে দল একটা জিনিষই চায়-জয়!

]]>
https://jonomoth.com/archives/7085/feed 0 7085
বদলে যাচ্ছে ফুটবলের ৫ নিয়ম https://jonomoth.com/archives/6929 https://jonomoth.com/archives/6929#respond Sun, 14 Apr 2019 13:06:06 +0000 http://jonomoth.com/?p=6929

জনমত রিপোর্ট : বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। এটিকে আরও আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তুলতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চেষ্টার কমতি নেই। ফিফার অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) দেখে থাকে খেলার নিয়ম-কানুনের দিকটি।

তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী মৌসুম তথা চলতি বছরের পহেলা জুন থেকে বদলে যাবে ফুটবলের পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম। ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল- উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে নিয়মগুলো। চলুন দেখে নেয়া যাক নতুন মৌসুমে বদলে যাওয়া নিয়মগুলো:

১. পেনাল্টির নতুন নিয়ম- ম্যাচ চলাকালীন পেনাল্টি কিক নেয়ার পর গোলরক্ষক যদি সেটিকে ফিরিয়ে দেন, তাহলে ফিরতি বলে শট নিয়ে গোল করার সুযোগ ছিলো এতদিন। তবে নতুন মৌসুমে এটি আর থাকছে না। গোলরক্ষক একবার বল ঠেকিয়ে দেয়ার পর পুনরায় সেন্টার কিক থেকে খেলা শুরু করতে হবে।

২. হ্যান্ডবলে আসছে পরিবর্তন- এতদিন ধরে অনিচ্ছাকৃতভাবে কোনো খেলোয়াড়ের হাতে বল লাগলে সেটিতে হ্যান্ডবলের বাঁশি বাজাতেন না রেফারি। তবে পহেলা জুন থেকে খেলোয়াড়ের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, উভয় হ্যান্ডবলেই ফাউলের বাঁশি বাজাবেন রেফারি।

৩. সময় বাঁচাতে নতুন পরিকল্পনা- সময়ের অপচয় ঠেকাতে ম্যাচ চলাকালে খেলোয়াড় পরিবর্তন বা সাবস্টিটিউটের নিয়মে আসছে বদল। অনেক সময়ই দেখা যায় ম্যাচের শেষ দিকে জিততে থাকা দল ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার জন্য খেলোয়াড় পরিবর্তন করে। মাঠ থেকে বেরিয়ে যাওয়া ফুটবলারের সেন্টার সার্কেলে আসতে অনেকটা সময় ব্যয় হতো। কিন্তু নতুন নিয়মে সবচেয়ে কাছে টাচলাইন থেকেই ফুটবলারকে মাঠ ছাড়তে হবে বেরিয়ে যাওয়া খেলোয়াড়কে।

৪. ফ্রি-কিকের মানব দেয়ালে হবে নতুন নিয়মে- সাধারণত ফ্রি-কিক নেওয়ার সময় দু’দলের ফুটবলাররা মানব দেয়াল তৈরি করায় হুড়োহুড়ি করেন। গোলবারের সামনে দাঁড়ানো নিয়ে অনেক সময় হাতাহাতি পর্যায়েও চলে যায়। সেই সমস্যা সমাধানে নতুন নিয়মে, অ্যাটাকিং দলের কেউ মানবদেয়াল তৈরি করতে পারবেন না। শুধু প্রতিপক্ষের ফুটবলাররাই সেখানে দাঁড়াতে পারবেন।

৫. কোচদের জন্য সতর্কবার্তা- বেশ কয়েক বছর আগে খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও দেখানো হতো হলুদ-লাল কার্ড। মাঝে এটি বন্ধ করে দেয়া হয়েছিল। তবে নতুন মৌসুমে পুনরায় কোচদেরও দেখানো হবে কার্ড। তাদেরও ছেড়ে যেতে হবে ডাগআউট।

]]>
https://jonomoth.com/archives/6929/feed 0 6929
বিয়েকেই প্রধান্য দেবেন মুমিনুল!! https://jonomoth.com/archives/6901 https://jonomoth.com/archives/6901#respond Sat, 13 Apr 2019 17:33:44 +0000 http://jonomoth.com/?p=6901

জনমত নিউজ : একমাস আগেই ঘোষণা দেওয়া ছিল যে, আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হক। সাব্বির, মিরাজ, মুস্তাফিজের পর ‘লিটল মাস্টার’ও আকদ সেরে ফেলেছেন।

এবার বিয়েটা সেরে বউকে ঘরে তুলে নিতে চাইছেন। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। তার বিয়ের দিনেই আছে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। দারুণ ছন্দে থাকা মুমিনুল এখন পড়েছেন মহা ফ্যাঁসাদে।

পয়েন্ট তালিকায় আছে সবার ওপরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগে ৮ ম্যাচে ৫৪.১৬ গড়ে ৩২৫ রান করেছেন মুমিনুল। সুপার লিগের তৃতীয় পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা পড়েছে ঠিক ১৯ এপ্রিল।

বিয়ের নিমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে। সব প্রস্তুতি প্রায় শেষ দিকে। তাই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে মুমিনুল আবেদন জানিয়েছিলেন, অন্তত বিয়ের দিনে যাতে এই ম্যাচটা না রাখা হয়। কিন্তু কে শোনে কার কথা!

একটি দলে ১৮ জন ক্রিকেটার থাকায় একজনের জন্য ম্যাচ পেছানোর কোনো যুক্তি খুঁজে পায়নি সিসিডিএম। তাই নির্ধারিত দিনেই হবে সুপার লিগের ম্যাচটি। ক্রিকেট আর বিয়ের মাঝে অবশ্যই বিয়েকেই বেছে নেবেন মুমিনুল।

কনে ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বাসা মিরপুর ডিওএইচএসে। তাদের বিয়ের অনুষ্ঠান মিরপুরের পিএসসি কনভেনশন হলে। ম্যাচ শেষে তার সতীর্থ-কোচেরা আসবে বিয়ের দাওয়াত খেতে।

]]>
https://jonomoth.com/archives/6901/feed 0 6901
জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন https://jonomoth.com/archives/6207 https://jonomoth.com/archives/6207#respond Mon, 07 Jan 2019 16:07:24 +0000 https://jonomoth.com/?p=6207

জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটির পূনর্গঠন
আলাউদ্দিন- সভাপতি, রায়হান- সেক্রেটারি ও জুবায়ের- সাংগঠনিক

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম চুনারুঘাট উপজেলা শাখার কমিটি পূনর্গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এতে খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও রায়হান আহমেদ সেক্রেটারি ও মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক রেখে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

 

কমিটি পূনর্গঠন লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শরিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কাউছার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী সুজন, চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

 

পুনর্গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক তরফদার মাসুম, সহ-সভাপতি মোঃ আব্দুল হাই প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম শওকত আলী, অর্থ সম্পাদক এসএম জিলানী আখনজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিপন, সমাজকল্যাণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক কাজী মিজান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু, মোঃ ওয়াহেদ আলী, মোঃ মামুন চৌধুরী।

]]>
https://jonomoth.com/archives/6207/feed 0 6207
আইপিএল ২০১৮ এর সময়সূচী https://jonomoth.com/archives/4375 https://jonomoth.com/archives/4375#respond Sat, 07 Apr 2018 06:05:27 +0000 http://jonomoth.com/?p=4375

জনমত নিউজ : আইপিএল ২০১৮ সময়সূচী

মুম্বাই VS চেন্নাই
তারিখ: ০৭ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন.
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (১)

দিল্লি VS পাঞ্জাব
তারিখ: ০৮ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়:বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (২)

কলকাতা VS বেঙ্গালুরু
তারিখ: ০৮ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (৩)

হাদ্রাবাদ VS রাজস্থান
তারিখ: ০৯ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (৪)

চেন্নাই VS কলকাতা
তারিখ: ১০ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (৫)

রাজস্থান VS দিল্লি
তারিখ: ১১ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (৬)

হায়দ্রাবাদ VS মুম্বাই
তারিখ: ১২ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (৭)

বেঙ্গালুরু VS পাঞ্জাব
তারিখ: ১৩ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (৮)

মুম্বাই VS দিল্লি
তারিখ: ১৪ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়:বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৯)

কলকাতা VS হায়দ্রাবাদ
তারিখ: ১৪ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (১০)

বেঙ্গালুরু VS রাজস্থান
তারিখ: ১৫ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়:বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (১১)

পাঞ্জাব VS চেন্নাই
তারিখ: ১৫ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: ইন্দোর
খেলা নং: (১২)

কলকাতা VS দিল্লি
তারিখ: ১৬ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (১৩)

মুম্বাই VS বেঙ্গালুরু
তারিখ: ১৭ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (১৪)

রাজস্থান VS কলকাতা
তারিখ: ১৮ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (১৫)

পাঞ্জাব VS হায়দ্রাবাদ
তারিখ: ১৯ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: ইন্দোর
খেলা নং: (১৬)

চেন্নাই VS রাজস্থান
তারিখ: ২০ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (১৭)

কলকাতা VS পাঞ্জাব
তারিখ: ২১ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (১৮)

দিল্লি VS বেঙ্গালুরু
তারিখ: ২১ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (১৯)

হায়দ্রাবাদ VS চেন্নাই
তারিখ: ২২ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (২০)

রাজস্থান VS মুম্বাই
তারিখ: ২২ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (২১)

পাঞ্জাব VS দিল্লি
তারিখ: ২৩ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: ইন্দোর
খেলা নং: (২২)

মুম্বাই VS হায়দ্রাবাদ
তারিখ: ২৪ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (২৩)

বেঙ্গালুরু VS চেন্নাই
তারিখ: ২৫ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (২৪)

হায়দ্রাবাদ VS পাঞ্জাব
তারিখ: ২৬ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (২৫)

দিল্লি VS কলকাতা
তারিখ: ২৭ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (২৬)

চেন্নাই VS মুম্বাই
তারিখ: ২৮ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (২৭)

রাজস্থান VS হাদ্রাবাদ
তারিখ: ২৯ এপ্রিল
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (২৮)

বেঙ্গালুরু VS কলকাতা
তারিখ: ২৯ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (২৯)

চেন্নাই VS দিল্লি
তারিখ: ৩০ এপ্রিল
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (৩০)

বেঙ্গালুরু VS মুম্বাই
তারিখ: ০১ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (৩১)

দিল্লি VS রাজস্থান
তারিখ: ০২ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (৩২)

কলকাতা VS চেন্নাই
তারিখ: ০৩ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (৩৩)

পাঞ্জাব VS মুম্বাই
তারিখ: ০৪ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মোহালি
খেলা নং: (৩৪)

চেন্নাই VS বেঙ্গালুরু
তারিখ: ০৫ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (৩৫)

হায়দ্রাবাদ VS দিল্লি
তারিখ: ০৫ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (৩৬)

মুম্বাই VS কলকাতা
তারিখ: ০৬ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৩৭)

পাঞ্জাব VS রাজস্থান
তারিখ: ০৬ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মোহালি
খেলা নং: (৩৮)

হাদ্রাবাদ VS বেঙ্গালুরু
তারিখ: ০৭ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (৩৯)

রাজস্থান VS পাঞ্জাব
তারিখ: ০৮ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (৪০)

কলকাতা VS মুম্বাই
তারিখ: ০৯ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (৪১)

দিল্লি VS হায়দ্রাবাদ
তারিখ: ১০ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (৪২)

রাজস্থান VS চেন্নাই
তারিখ: ১১ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (৪৩)

পাঞ্জাব VS কলকাতা
তারিখ: ১২ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: মোহালি
খেলা নং: (৪৪)

বেঙ্গালুরু VS দিল্লি
তারিখ: ১২ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (৪৫)

চেন্নাই VS হায়দ্রাবাদ
তারিখ: ১৩ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (৪৬)

মুম্বাই VS রাজস্থান
তারিখ: ১৩ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৪৭)

পাঞ্জাব VS বেঙ্গালুরু
তারিখ: ১৪ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মোহালি
খেলা নং: (৪৮)

কলকাতা VS রাজস্থান
তারিখ: ১৫ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: কলকাতা
খেলা নং: (৪৯)

মুম্বাই VS পাঞ্জাব
তারিখ: ১৬ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৫০)

বেঙ্গালুরু VS হায়দ্রাবাদ
তারিখ: ১৭ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: বেঙ্গালুরু
খেলা নং: (৫১)

দিল্লি VS চেন্নাই
তারিখ: ১৮ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (৫২)

রাজস্থান VS বেঙ্গালুরু
তারিখ: ১৯ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: জয়পুর
খেলা নং: (৫৩)

হায়দ্রাবাদ VS কলকাতা
তারিখ: ১৯ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: হায়দ্রাবাদ
খেলা নং: (৫৪)

দিল্লি VS মুম্বাই
তারিখ: ২০ মে
সময়: বিকাল ৪.০০ ইন
সময়: বিকাল ৪.৩০ বিডি
ভেন্যু: দিল্লি
খেলা নং: (৫৫)

চেন্নাই VS পাঞ্জাব
তারিখ: ২০ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: চেন্নাই
খেলা নং: (৫৬)

প্রথম দল VS দ্বিতীয় দল
তারিখ: ২২ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৫৭)

তৃতীয় দল VS চতুর্থ দল
তারিখ: ২৩ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: টিবিসি
খেলা নং: (৫৮)

বিজয়ী VS পরাজিত
তারিখ: ২৫ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: টিবিসি
খেলা নং: (৫৯)

ফাইনাল
তারিখ: ২৭ মে
সময়: রাত ৮.০০ ইন
সময়: রাত ৮.৩০ বিডি
ভেন্যু: মুম্বাই
খেলা নং: (৬০)

]]>
https://jonomoth.com/archives/4375/feed 0 4375
আইপিএল এর পর্দা উঠছে আজ https://jonomoth.com/archives/4372 https://jonomoth.com/archives/4372#respond Sat, 07 Apr 2018 05:55:14 +0000 http://jonomoth.com/?p=4372

জনমত নিউজ : শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। রাত পোহালেই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। চার-ছক্কার জনপ্রিয় এই টি২০ আসরটির ১১তম আসরের উদ্বোধনী দিনে আজ মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে চলা ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

আইপিএলের এবারের সংস্করণে একটি দলের প্রত্যাশা শুরু থেকেই আকাশচুম্বী। দলটি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এমনটা শুধুমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে থাকার কারণেই নয়। আইপিএলের ইতিহাসে যে এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি সফল। গত বছর ছিনিয়ে নিয়েছে ছোট ফরম্যাটের এই লিগটির তৃতীয় শিরোপা। এতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটিও মুম্বাইয়ের দখলে।

এদিকে আইপিএলের চলতি মৌসুমে মুম্বাইয়ের একটি সমর্থক গোষ্ঠী থাকছে বাংলাদেশেও। কেননা, কাটার মাস্টার মোস্তাফিজকে যে এবার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে তারা। তাই নিজ দেশের তারকা পেসারের খেলা দেখতে টিভি পর্দায় যথাসময়ে হাজির হওয়ার কথা বাংলার ক্রিকেট ভক্তদের!

অবশ্য বাংলাদেশের হৃদয় ভাঙতে পারে ভারতের আবহাওয়া এবং শ্রীলঙ্কা আকিলা ধনাঞ্জয়া। ম্যাচ শুরুর আগে কন্ডিশন এবং উইকেট দেখেই মূল একাদশ নির্বাচন করবে মুম্বাই। উইকেট যদি স্পিনবান্ধব হয়, তবে একাদশে দেখা যাবে লঙ্কান ডান হাতি অফস্পিনার আকিলাকে। আর যদি ওয়াংখেড়ের (মুম্বাইয়ে মাঠ) পিচে দেখা মিলে ঘাসের, তাহলে বল হাতে দেখা যাবার কথা কাস্টার মাস্টার মোস্তাফিজকে!

]]>
https://jonomoth.com/archives/4372/feed 0 4372
অতিমানবীয় মুশফিক : অতঃপর বাংলাদেশের জয় https://jonomoth.com/archives/3988 https://jonomoth.com/archives/3988#respond Sat, 10 Mar 2018 18:04:44 +0000 http://jonomoth.com/?p=3988

জনমত নিউজ: শেষ ওভারে দরকার ছিলো ৯ রান। দুই বল বাকি থাকতেই জিতে নিলো টাইগাররা। টি-২০তে নিজেদের ইতিহাসে সর্বোচ্চা রান তাড়া করে জেতার রেকর্ড গড়েলো বাংলাদেশ। ২১৫ রানই টি-২০ ক্রিকেটে টাইগারদের সর্বোচ্চা ইনিংস।

এরআগে টি-২০তে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিলো ১৯৩। গত মাসে ঢাকায় এই শ্রীলঙ্কার বিপক্ষেই ইনিংসটি খেলোছিলো বাংলাদেশ। আর সর্বোচ্চ ১৬৫ রান তাড়া করে জেতার রেকর্ড ছিলো আগে।

ষোলতম ওভারে ৫টি বল হয়ে যাবার পর বাংলাদেশের রান ছিলো ১৬৪। অর্থাৎ জয়ের জন্য ২৫ বলে দরকার ছিলো ৫১ রান। মুশফিক ১৯ বলে ৩৬ রান এবং মাহমুদুল্লাহ ব্যাট করছিলেন ৬ বলে ৭ রান নিয়ে। তিসারা পেরেরা ওভারের শেষ বলটি হয় ‘নো’ সঙ্গে ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। ফ্রি হিটের বলটিকেও বাউন্ডারি পার করেন। ম্যাচ অনেকটাই সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। তবে ম্যাচ শেষ হবার দুই ওভার আগে চামিরার স্লোয়ারে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। আবারও ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ১৯তম ওভারে কোন রান না করেই রানআউট হন সাব্বির। তবে একপাশে অটল ছিলেন মুশফিক। ক্যারিয়ারসেরা ৭২ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মুশি। বল খেলেন মাত্র ৩৫টি।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২১৫/৫ তামিম ৪৭*, লিটন ৪৩, মুশফিক ৭২*; প্রদীপ ২/৩৭।
শ্রীলঙ্কা: ২১৪/৬ মেন্ডিস ৫৭, কুশাল পেরেরা ৭৪, উপল থারাঙ্গা; মাহমুদুল্লাহ ২/১৫, মোস্তাফিজ ৩/৪৮।

]]>
https://jonomoth.com/archives/3988/feed 0 3988
আজকের ম্যাচে ঢাকা-সিলেটের একাদশে রয়েছেন যারা https://jonomoth.com/archives/1463 https://jonomoth.com/archives/1463#respond Sat, 04 Nov 2017 07:32:59 +0000 http://jonomoth.com/?p=1463

স্পোর্টস ডেস্ক: ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে এবারের বিপিএলের। আজ বেলা দুপুর দুইটায় শুরু হবে বিপিএলের পঞ্চম আসরের প্রথম ম্যাচটি।

এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরের এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দুই দলের ভক্ত সমর্থকদের। একদিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, আর অপরদিকে এবারের বিপিএলের নবাগত দল সিলেট সিক্সার্স।

ঢাকার তুলনায় অতটা শক্তিশালী নয় সিলেট। তবে নিজেদের দিনে যে ভালো খেলবে সেই জিতবে এমন বক্তব্য সিলেট অধিনায়ক নাসিরের।

আজকের ম্যাচে কেমন হতে পারে সিলেটের একাদশ:-
সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কনেট, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, রিচার্ড লেভি, শেনওয়ারি।

তবে কেমন হতে পারে আজকের তারকায় ঠাসা ঢাকা ডায়নাইমাটসের একাদশ:
সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, সাকলাইন সজীব, কুমারা সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, আমির, কেভিন কুপার, সুনিল নারিন।

]]>
https://jonomoth.com/archives/1463/feed 0 1463
বিপিএলে ৭ দলের খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা https://jonomoth.com/archives/1426 https://jonomoth.com/archives/1426#respond Fri, 03 Nov 2017 08:05:29 +0000 http://jonomoth.com/?p=1426

অনলাইন ডেস্ক : আগামীকাল ৪ই নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে ঘরোয়া টুর্নামেন্টের জমজমাট আসর বিপিএলের পঞ্চম আসরের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস এবং সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়েই উদ্ধোধন হতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসরের। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাত দল। দলগুলো হল ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংসও এই আসরে নতুন দল হিসেবে অংশ নিতে যাচ্ছে সিলেট সিক্সার্স।

ম্যাচের সংখ্যা ৪৬। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। তিন ভেন্যুতে হবে এবারের আসরের খেলাগুলো।

দেখে নিন এ আসরের দলগুলোর পূর্ণাঙ্গ তালিকাটি-

ঢাকা ডায়নামাইটসঃ

দেশি খেলোয়াড়ঃ সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।

বিদেশি খেলোয়াড়ঃ কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।

খুলনা টাইটান্সঃ

দেশি খেলোয়াড়ঃ মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি খেলোয়াড়ঃ জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার।

রাজশাহী কিংসঃ

দেশি খেলোয়াড়ঃ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বিদেশি খেলোয়াড়ঃ লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মির, রাজা আলি দার।

সিলেট সিক্সার্সঃ

দেশি খেলোয়াড়ঃ সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরিফউল্লাহ।

বিদেশি খেলোয়াড়ঃ দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ

দেশি খেলোয়াড়ঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি খেলোয়াড়ঃ মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান, সলোমান মির, রুম্মান রাইস।

চিটাগং ভাইকিংসঃ

দেশি খেলোয়াড়ঃ সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।

বিদেশি খেলোয়াড়ঃ লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।

রংপুর রাইডার্সঃ

দেশি খেলোয়াড়ঃ মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি খেলোয়াড়ঃ রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

]]>
https://jonomoth.com/archives/1426/feed 0 1426